বয়লার কি? বয়লার কাকে বলে?বয়লার কত প্রকার ও কি কি?

বয়লার কাকে বলে? নিরাপত্তার ব্যবস্থাযুক্ত যে আবদ্ধ পাত্রে বায়ু মন্ডলের চাপ হইতে অধিকতর চাপে আগুনের সাহায্যে পানি হইতে বাষ্প তৈরী হয় এবং উৎপাদিত ঐ বাল্পে প্রেসার সৃষ্টি হয় তাহাকে বয়লার বলে । শিল্প কারখানায় বয়লার ব্যবহারের ক্ষেত্রে সতর্কতার প্রয়ােজন কেন? বয়লার শিল্প কারখানার জন্য প্রাণ স্বরূপ। যান্ত্রিক ক্রুটির কারণে বয়লার বন্ধ হইলে সাথে সাথে সমগ্র কারখানাটি বন্ধ হইয়া উৎপাদন ব্যাহত হয়।আবার কোন কারণে বয়লার বিস্ফোরিত হইলে বয়লারের সাথে সংশ্লিষ্ট জান-মালের ব্যাপক ক্ষতি সাধিত হয়। প্রথমে অবিভক্ত ভারতে বিভিন্ন শিল্প কারখানায় বয়লার স্থাপনের সাথে সাথে বয়লার বিস্ফোরিত হইয়া জান-মালের ক্ষতি সাধিত হইতে থাকিলে বয়লারের নিরাপদ চালনা নিশ্চিত করার উদ্দেশ্যে সেই সময়ের বৃটিশ সরকার বয়লার আইন ১৯২৩ প্রণয়ন করেন। উল্লেখিত আইন প্রয়ােগের মাধ্যমে শিল্প কারখানায় স্থাপিত বয়লারের সাথে সংশ্লিষ্ট জান-মালের নিরাপত্তা নিশ্চিত করে আমাদের দেশে বয়লার আইন ১৯২৩ হতে অদ্যাবধি কার্যকর রহিয়াছে এবং উক্ত আইন অনুযায়ী বয়লার পরিদর্শন দপ্তরের সার্টিফিকেট ছাড়া বয়লার চালান দণ্ডনীয় অপরাধ। বয়লারের প্রতি বিশ...